- ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আজহা
- সাপাহার থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-১১
- বিমানবন্দরে ৬ কোটি টাকা ফেলে পালালো যাত্রী
- বিয়ের আগেই মা হতে চান রাখি!
- সন্ধ্যায় আসছে নির্মল রঞ্জন গুহ’র মরদেহ
- শাবনূরের নাম ব্যবহার করে প্রতারণা
- অস্ট্রেলিয়ায় ‘লকডাউনে’ কয়েক লাখ মৌমাছি
- ১১০ দেশে বাড়ছে করোনা সংক্রমণ: ডব্লিউএইচও
- সুনামগঞ্জে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা
- নরসিংদীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

» শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত
প্রকাশিত: ১৯. এপ্রিল. ২০২০ | রবিবার

জাতির সংবাদ টোয়েন্টিফোর ডটকম।।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচজন চিকিৎসক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তারা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শনিবার হাসপাতালের সহকারী পরিচালক কে এম মামুন মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার গাইনি বিভাগের একজন নারী মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগের দুজন পুরুষ মেডিকেল অফিসারের করোনাভাইরাস পজিটিভি আসে।
এর আগে গত বুধবার হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসা কর্মকর্তা এবং তার স্ত্রী শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার করোনায় আক্রান্ত হন বলে তারা নিশ্চিত হন।
তবে সোহরাওয়ার্দী হাসপাতালের আইসোলেশনে থাকা এই পাঁচজনের হাঁচি-কাশি ছাড়া তেমন অন্য কোনো লক্ষণ নেই বলেও জানান সহকারী পরিচালক মোর্শেদ। তিনি বলেন, ‘তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, এমন কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।’
কোভিড-১৯ আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালটি নতুনভাবে সাজানো হচ্ছে।
এ ব্যাপারে ডা. মোর্শেদ বলেন, ‘আমরা হাসপাতালটিতে ১৩টি ওয়ার্ডে অন্তত ৪শ’ করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে যেন চিকিৎসা দিতে পারি, সেভাবে নতুন করে সাজাচ্ছি। এজন্য চারটি গ্রুপে ভাগ হয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী সবাই কাজ করবে। ৭ দিন টানা কাজ করে প্রতিটা গ্রুপ আবার ১৪ দিন পুরোপুরি কোয়ারেন্টিনে থাকবে।’
পুরো হাসপাতালে চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করে সাজাতে আরও ২/৩দিন সময় লেগে যাবে বলেও জানান হাসপাতালের সহকারী পরিচালক। তিনি বলেন, ‘আশা করছি বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে হাসপাতালটি চিকিৎসার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।’
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে দেখা দেওয়ার পর ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই গত ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিন নামে প্রথম একজন চিকিৎসকের মৃত্যু ঘটে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।
সর্বাধিক পঠিত খবর
- ফেসবুকে স্ট্যাটাস দেখে খাদ্য সামগ্রী নিয়ে বাসায় যাত্রাবাড়ীর ওসি
- আজি বসন্ত
- প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সহায়তা দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
- শিবলী সাদিক এমপিকে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা
- বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকারা ডেলিভারী সেবা ও অন্যান্য সেবার পাশাপাশি করোনা ভাইরাসের রোগীর সেবা করেও কোন স্বীকৃতি পাননি