- সাপাহারে আদালতের নির্দেশনা অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে বাড়ি নির্মাণ
- খতমে নবুওয়াত আন্দোলনের আমির নূর হোসাইন নূরানী গ্রেফতার
- রাজধানীর আরমানিটোলায় আগুন; মৃত্যু ৪, দগ্ধ ২০
- স্বেচ্ছাসেবকদের নিয়ে হাওরে বোরো ধান কাটলেন শ্রীমঙ্গল ইউএনও
- পঞ্চম বর্ষে পা রাখলো “নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাব”
- বেসরকারী হাতপাতালগুলোর অনিয়ম নিয়ন্ত্রন করুন : সরকারকে ন্যাপ
- বীরমুক্তিযোদ্ধার সন্তান নাদিম হায়দারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
- অস্ত্র ও গুলিসহ শাহজালাল বিমানবন্দরে এক চিকিৎসক দম্পতি আটক
- দীর্ঘ এক দশকে মূল কমিটি না পেলেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কমিটি পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা
- বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা
» ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনকে হেয়, অপদস্ত করছেন মাহবুব তালুকদার: সিইসি
প্রকাশিত: ০২. মার্চ. ২০২১ | মঙ্গলবার

জাতির সংবাদ টোয়েন্টিফোর ডটকম।।
বর্তমান নির্বাচন কমিশনকে হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যা করা দরকার সবই করে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরু হুদা।
এ নির্বাচন কমিশনার ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনকে হেয় করছেন বলে মনে করেন সিইসি।
আজ মঙ্গলবার (২মার্চ) ‘জাতীয় ভোটার দিবসের’ অনুষ্ঠানে সব সময় আলোচনায় থাকা এ নির্বাচন কমিশনারকে নিয়ে জনসমক্ষে কঠোর সমালোচনামুখর হলেন সিইসি।
নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইং মহাপরিচালক ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।
ভোটার দিবসের অনুষ্ঠানে সবার বক্তব্য শেষে সিইসি প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে মাহবুব তালুকদার বক্তব্য দেন।
এ প্রসঙ্গ টেনে সিইসি কে এম নূরুল হুদা জানান, মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারাজীবন আমাদের এ নির্বাচনে যোগ দেওয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক, তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকে এর ব্যতিক্রম হয়নি।
ভোটার দিবস উপলক্ষ্যে তিনি [মাহবুব তালুকদার] একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন সিইসি।
তিনি বলেন, দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না; ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু যা করা দরকার যখন যতটুকু করা দরকার ততটুকু করেছেন তিনি।
সিইসি জানান, এ নির্বাচন কমিশনে যিনি যোগদান করেছেন, যতগুলো সভা হয়েছে সব সময় এটা করতেন। আর একটা বছর আছে তা তিনি বলতে থাকবেন।ভেবেছিলাম ভোটার দিবস হিসেবে তিনি কিছু বলবেন; কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন। ইসিকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, অপদস্ত করা যায়, তা তিনি করে চলেছেন।
নির্বাচন কমিশনার হিসেবে স্বাধীনভাবে মাহবুব তালুকদার কাজ করতে পারেন বলে জানান সিইসি।
কে এম নূরুল হুদা জানান, নির্বাচন কমিশনের ভুলত্রটি, একটা পুরনো কাগজপত্র বের করে একটা কিছু দাঁড় করানো সম্ভব। ইসির কার কী দায়িত্ব, কী পরামর্শ, কর্মকর্তারা কাজ কী করছেন- এগুলো করেন কিনা, এটা করলে ভালো হতো এসব প্রশ্ন করা যায়।
এর আগে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ‘আমার বক্তব্য’ শিরোনামে লিখিত বক্তব্যে বলেন, এক কেন্দ্রিক স্থানীয় নির্বাচনের তেমন গুরুত্ব নেই। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন অনিয়মের মডেল তৈরি হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে এখন যে ধরনের নির্বাচন হচ্ছে তার মান আরও নিম্নগামী হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার তালুকদার।
সর্বশেষ খবর
- সাপাহারে আদালতের নির্দেশনা অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে বাড়ি নির্মাণ
- খতমে নবুওয়াত আন্দোলনের আমির নূর হোসাইন নূরানী গ্রেফতার
- রাজধানীর আরমানিটোলায় আগুন; মৃত্যু ৪, দগ্ধ ২০
- স্বেচ্ছাসেবকদের নিয়ে হাওরে বোরো ধান কাটলেন শ্রীমঙ্গল ইউএনও
- মোরেলগঞ্জের হোগলাপাশায় সুবিধাভোগীদের কার্ড থাকলেও পাচ্ছেন না ১০ টাকার চাল
সর্বাধিক পঠিত খবর
- ফেসবুকে স্ট্যাটাস দেখে খাদ্য সামগ্রী নিয়ে বাসায় যাত্রাবাড়ীর ওসি
- আজি বসন্ত
- প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সহায়তা দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
- সীমান্ত হত্যা বন্ধ এবং নিরাপদ সীমান্তের দাবিতে মানববন্ধন
- বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকারা ডেলিভারী সেবা ও অন্যান্য সেবার পাশাপাশি করোনা ভাইরাসের রোগীর সেবা করেও কোন স্বীকৃতি পাননি